ভারত মহাসাগরে যতগুলো দ্বীপরাষ্ট্র রয়েছে তার মধ্যে আফ্রিকা মহাদেশের শক্তিশালী রাষ্ট্র মাদাগাস্কার
অন্যতম। আয়তন ৫ লাখ ৮৭ হাজার ৪১ বর্গ কি মি. লোকসংখ্যা প্রায় ২ কোটি। মাদাগাস্কার সবচেয়ে
বেশি বিখ্যাত এর অসাধারণ আর অদ্ভূতুড়ে জীববৈচিত্র্যের কারণে। অসংখ্য প্রাণী আর উদ্ভিদে ভরপুর
এ দ্বীপটির জীববৈচিত্র্যের কথা শুনলে অবাক হওয়াটাই স্বাভাবিক।আরো বেশি অবাক হবার মত কথা
হল যে , মাদাগাস্কারের জীবজন্তুগুলোর ৮০ ভাগই পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অর্থাৎ কিনা
এসব জীব দেখতে হলে মাদাগাস্কারেই যেতে হবে। আর এরকম হওয়ার কারণ হচ্ছে দেশটির
ভৌগোলিক বৈচিত্র্য।