Showing posts with label প্রোগ্রামিং. Show all posts
Showing posts with label প্রোগ্রামিং. Show all posts

Learn C Programming and software to create a Part-5

........................................................

C Programming শিখুন এবং সফটওয়্যার তৈরি করুন পর্ব-৫ স্টার্ট

ইনপুট ও আউটপুট স্টেটমেন্ট

কম্পিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধানের নিমিত্তে প্রোগ্রাম তৈরি করা হয়। কিন্তু প্রোগ্রামে যদি সঠিক পদ্দতিতে Data Input Output না করা যায় তাহলে সমস্ত শ্রমই বেরথতায় পজ্জবশিত হবে। তায় কিভাবে ProgramData Input করা যায় কিংবা Output পাওয়া যায় এ সম্পর্কে সম্যক ধারনা থাকা প্রয়োজন।

Learn C Programming and software to create a Part-4



........................................

C Programming শিখুন এবং সফটওয়্যার তৈরি করুন পর্ব-৪ স্টার্ট
...
...
...   ...   ...
...
.

আসসালামুয়ালাইকুম কি খবর সবার , আমি ভাল আছি আপনারা ভাল আছেন তো ? পর্ব-৪ পোস্ট করতে একটু লেট হয়ে গেল। অশুস্ত চিলাম তো আশাকরি তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আজC Programming এর কিছু Symbol নিয়ে আলোচনা করবো তারপর প্রোগ্রাম তৈরি করবো। তাহলে এখন কাজে যাওয়া কাজ--


Learn C Programming and software to create a Part-3


...........................................

C Programming শিখুন এবং সফটওয়্যার তৈরি করুন পর্ব-৩  - স্টার্ট

কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমি ভালই আছি। আশা করি পর্ব-১,২ শেষ করেছেন। আজ সামান্য কিছু আলোচনা করবো,
তারপর সফটওয়্যার তৈরি করবো। এখন কাজের কথাই আসা যাক।



Learn C Programming and software to create a Part-2

যারা প্রথম পর্ব দেখেন নাই তারা দেখে নেনঃ

..........................................

C Programming শিখুন এবং সফটওয়্যার তৈরি করুন পর্ব-২ স্টার্ট


আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন । আমি ও ভাল আছি । C Porgramming নিয়ে এটা আমার দ্বিতীয় পোস্ট। সবাই মনে হয় 'Turbo C' সফটওয়্যার ইন্সটল করেছেন। এই বার  'Turbo C' সফটওয়্যার এর বিভিন্ন Feature নিয়ে আলোচনা করবো 


Learn C Programming and software to create a Part-1

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন , আমি ভাল আছি। আমি আপনাদের শিখাব কিভাবে C programming শিখে খুব সহজে সফটওয়্যার তৈরি করবেন। আমি C programming নিয়ে ধারাবাহিক ভাবে পোস্ট করে যাব যতদিন পজ্জন্ত আপনারা C programming শিখে নিজে নিজে সফটওয়্যার বানাতে না পারসেন। আমি আসা করি আমার টিউটোরিয়াল আপনারা ঠিক মত ফলো করলে আপনারা অবশ্যেই C programming শিখে সফটওয়্যার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ্‌। C Porgramming সবাই জানেনা , যারা জানেন তারা ও দেখবেন আর যারা জানেন না তারা তো অবশ্যই দেখবেন । আর যারা জানেন সেই ভাইয়ারা দেখবেন আমার পোষ্ট এ কোন ভুল হচ্ছে কিনা please দয়া করে কোন ভুল হলে সেটা আমাকে Comment এর মাধ্যমে জানাবেন আর কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।C হচ্ছে একটি অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । এটি বিভিন্ন ধরনের Operating system (যেমন- DOS, OS/2, UNIX, Windows) এ Copile ও Exacute করা যায় । যে সকল C প্রোগ্রাম Windows এর Under এ Implement করা হয় তাদেরকে বলে Visual C প্রোগ্রাম । আবার MS-DOS এর Under এ পরিচালিত C প্রোগ্রাম ও Windows এর Under এ সার্থকভাবেই Run হয় । সুতরাং দেখা যায়, C এবং Visual C এ প্রোগ্রাম লিখার নিয়মকানুন একই, তবে তাদের Implementation এর Environment ভিন্ন ভিন্ন।